অ্যাকসেসিবিলিটি লিংক

পোর্তুগালে দাবানলে অন্তত ৬২জন প্রাণ হারিয়েছে


Firefighters work to put out a forest fire near Bouca, in central Portugal, June 18, 2017.
Firefighters work to put out a forest fire near Bouca, in central Portugal, June 18, 2017.

পোর্তুগালের মধ্যাঞ্চলে এক ব্যাপক দাবানলে অন্তত ৬২জন নিহত হয়। এদের মধ্যে অনেকেই তাদের গাড়িতেই আগুনে পুরে মারা যায়।

দাবানলে আরও অন্তত ৫৯ জন আহত হয়েছে। তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে ওঠে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টা রবিবার থেকে তিন দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

তিনি বলেছেন “ সাম্প্রতিক বছরগুলোতে সবচাইতে ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা।”

কর্মকর্তারা বলেছেন লিসবন থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে পার্বত্য এলাকায় অগ্নীকান্ড মোকাবেলার জন্য দমকল বাহিনীর শত শত কর্মীকে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে স্পেন ও ফ্রান্স বিমান পাঠাচ্ছে দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য।

XS
SM
MD
LG