পোর্তুগালের মধ্যাঞ্চলে এক ব্যাপক দাবানলে অন্তত ৬২জন নিহত হয়। এদের মধ্যে অনেকেই তাদের গাড়িতেই আগুনে পুরে মারা যায়।
দাবানলে আরও অন্তত ৫৯ জন আহত হয়েছে। তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে ওঠে।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টা রবিবার থেকে তিন দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।
তিনি বলেছেন “ সাম্প্রতিক বছরগুলোতে সবচাইতে ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা।”
কর্মকর্তারা বলেছেন লিসবন থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে পার্বত্য এলাকায় অগ্নীকান্ড মোকাবেলার জন্য দমকল বাহিনীর শত শত কর্মীকে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে স্পেন ও ফ্রান্স বিমান পাঠাচ্ছে দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য।