সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সোমবার জানায় যে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত এলাকায় সম্ভাব্য ড্রোন হামলায় তিনটি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে।
রাষ্ট্র পরিচালিত ডব্লিউএএম সংবাদ সংস্থা জানায়, বিস্ফোরণের অন্তত ৩জন নিহত এবং অন্যান্য ৬জন আহত হন। মৃতদের মধ্যে রয়েছেন দুজন ভারতীয় ও একজন পাকিস্তানের নাগরিক। পুলিশ জানায় প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া যায় যে ড্রোনের আঘাতেই বিস্ফোরণ এবং নিকটবর্তী স্থানে আগুন লাগে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার জানায় যে তাদের গ্ৰুপটি সংযুক্ত আরব আমিরাতের অনেক অভ্যন্তরে হামলা চালিয়েছে, তবে বিস্তারিত কিছু জানায় নি।সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা হুথিদের পূর্ববর্তী হামলার কথা অস্বীকার করেন।
২০১৫ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী ইয়েমেন দখলের পর, সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের একটি অংশ।
[[প্রতিবেদনের কিছু অংশ এপি, এএফপি ও রয়টার্স থেকে পাওয়া]]