অ্যাকসেসিবিলিটি লিংক

আন্দোলনের মুখে ৭ কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার


আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তবে ছাত্রাবাস বন্ধ থাকবে। দিনভর ছাত্র বিক্ষোভের পর বিকালে শিক্ষা মন্ত্রণালয় আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায়। শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের এক অনলাইন বৈঠকে সিদ্ধান্ত হয়, পরীক্ষাগুলো আগের রুটিনেই নেয়া হবে। এর আগে সকালে প্রথমে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে আরেক দল শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ করেন। স্থগিতাদেশ প্রত্যাহারের খবর আসার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন। শিক্ষার্থীদের অবরোধ চলাকালে রাজধানীজুড়ে যানজট দেখা দেয়। করোনা পরিস্থিতির কারণে গত বছর মার্চ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খুলে দেয়ার দাবিতে আন্দোলনে নামেন।

please wait

No media source currently available

0:00 0:01:57 0:00
সরাসরি লিংক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন। তারা অবশ্য ইতিমধ্যে হল ছেড়ে দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার শিক্ষামন্ত্রী এক সিদ্ধান্তে জানান, ২৪শে মে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে। বলা হয়, এর আগে শিক্ষক-শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তও নেয়া হয়।

ওদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মারা গেছেন পাঁচ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪২৮ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে। আর সেই ব্যক্তি যদি হন একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা তখনতো কথাই নেই। দুর্যোগ সচিব মো: মোহসীন টিকা নেন ৭ই ফেব্রুয়ারি। এরপর তার শরীরে কিছু সমস্যা দেখা দেয়। ১৯শে ফেব্রুয়ারি করোনা টেস্টে রেজাল্ট আসে পজিটিভ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি হাসপাতালে রয়েছেন।

টিকা নেয়ার ১২ দিন পর কীভাবে করোনা আক্রান্ত হতে পারেন জানতে চাইলে বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, সম্ভবত টিকা নেয়ার আগেই তিনি সংক্রমিত হয়েছিলেন।

XS
SM
MD
LG