শ্রোতাদের দাবির প্রেক্ষিতেই আমরা আবার শুরূ করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান – একটুখানি ভিন্নতর আঙ্গিকে, একটুখানি নাম বদলিয়ে, পোটোম্যাক তীরের কথা শোনাতে পদ্মা পারের- গঙ্গাপারের দর্শক-শ্রোতাদেরকে শোনাতে একটুসখানি নাম বদলিয়ে আবার শুরু ক’রছি ‘পোটোম্যাক থেকে পদ্মা-গঙ্গা’।