অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কো ও প্রাগের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি 


দুটি দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে, প্রাগ রাশিয়াকে তাদের দূতাবাস থেকে আরো দূতাবাস-কর্মী সরানোর নির্দেশ দিয়েছেI গত সপ্তাহে চেক সরকার গুপ্তচরবৃত্তির সন্দেহে দূতাবাসের ১৮জন সদস্যকে বহিষ্কার করেI রাশিয়ার গুপ্তচররা, ২০১৪ সালে চেক অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের জন্য দায়ী সন্দেহে দুটি দেশের কূটনৈতিক বিবাদ শুরু হয়I চেক সরকার আরো দাবি করে যে, এসব গুপ্তচররা বৃটেনে একজন দ্বৈতচরকে হত্যায় নিয়োজিত বিশেষ ইউনিটের সদস্য ছিলI

রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং রবিবার পাল্টা পদক্ষেপ হিসাবে ২০জন চেক কূটনীতিককে বহিষ্কার করেI

XS
SM
MD
LG