অ্যাকসেসিবিলিটি লিংক

আবার শুরু হলো ৯/১১ হামলায় অভিযুক্তদের বিচার পর্ব


ফাইল স্কেচ ছবিতে স্বঘোষিত সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী, খালিদ শেখ মুহাম্মদ, তার আইনজীবীদের সঙ্গে বিচার পূর্ববর্তী শুনানিতে, আইনি কাগজপত্র পরীক্ষা করে দেখছেন,১২ই ফেব্রুয়ারী, ২০১৩ -এপি
ফাইল স্কেচ ছবিতে স্বঘোষিত সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী, খালিদ শেখ মুহাম্মদ, তার আইনজীবীদের সঙ্গে বিচার পূর্ববর্তী শুনানিতে, আইনি কাগজপত্র পরীক্ষা করে দেখছেন,১২ই ফেব্রুয়ারী, ২০১৩ -এপি


যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর কারণে দেড় বছর বিরতির পর, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও সহায়তায় জড়িত ৫ জনের বিচার পূর্ববর্তী শুনানি মঙ্গলবার শুরু হয়েছেI

শীর্ষ আল কায়দা কর্মকর্তা ও হামলার অভিযুক্ত পরিকল্পনাকারী, খালিদ শেখ মুহাম্মদ, যুক্তরাষ্ট্রের কিউবাতে অবস্থিত গুয়ান্তানামো বে' ঘাঁটিতেসামরিক কমিশনের কাছে তার কয়েকজন সহযোগীসহ বিচারের মুখোমুখি হচ্ছেনI তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, সাধারণ নাগরিকের ওপর হামলা, হত্যা, বিমান ছিনতাই এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে I দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারেI

কি প্রমাণাদি ব্যবহার করা যেতে পারে, সে ব্যাপারে বাদি ও বিবাদি পক্ষের কৌশুলীদের মধ্যে আইনি চ্যালেঞ্জের কারণে, হামলায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া মন্থর হয়েছেI গোপন তথ্য-উপাত্ত এবং সেই সব তথ্যের ব্যবহার যা, জিজ্ঞাসাবাদের সময়, বিবাদি পক্ষের আইনজীবীদের মতে নির্যাতনের কারণে বিকৃত হয়েছে, এ সব নিয়ে দুইপক্ষের বাদ-প্রতিবাদ শুরু হয়I

এই সব হামলায় সংশ্লিষ্ট ছিল, ছিনতাইয়ে অংশ নেয়া ১৯ জন, যারা দুটি বিমান দিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ারে এবং অন্য একটি বিমান দিয়ে ওয়াশিংটনের কিছুটা অদূরে, পেন্টাগনে আঘাত হানেI চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়া রাজ্যের একটি মাঠে বিধ্বস্ত হয়I এই সব হামলায় প্রায় ৩০০০ লোক প্রাণ হারানI

যুক্তরাষ্ট্র, আল কায়দার হামলার জবাবে, আফগানিস্তানে এক অভিযান শুরু করে এবং তালিবান গোষ্ঠী, যারা, এই সন্ত্রাসী দলটিকে আশ্রয় দিয়েছিলো তাদের ক্ষমতাচ্যুত করে I আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলে প্রায় ২০ বছর ধরে, যার পরিসমাপ্তি ঘটে আগস্টের শেষে তবে, তালিবান আবারও দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছেI

XS
SM
MD
LG