অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনা ভাইরাসের টিকাকরণের প্রস্তুতি জোরকদমে চলছে


ভারতে করোনা ভাইরাসের টিকাকরণের প্রস্তুতি জোরকদমে চলছে। আগামী বছরের শুরুতেই এই কর্মসূচি চালু হওয়ার সম্ভাবনা। টিকাকরণে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে প্রায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলেই ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে টিকাকরণে বাচ্চাদের বাদ রাখা হচ্ছে। শিশু বা নাবালকরা নয়, শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই আপাতত টিকা পাবেন বলে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর। গতকালই এক উচ্চ পর্যায়ের স্বাস্থ্যকর্তা জানিয়েছেন, “টিকাকরণের তালিকায় এখনই বাচ্চাদের রাখা হচ্ছে না। ১৮ বছরের উপর যারা, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্যই টিকার কথা ভাবা হচ্ছে।”

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

বাচ্চাদের এখনই কেন টিকা নয়? সংশ্লিষ্ট সূত্রের খবর, টিকা প্রস্তুতকারী অধিকাংশ সংস্থাই ট্রায়ালের ক্ষেত্রে শিশু, বাচ্চা বা নাবালকদের উপর তা প্রয়োগ করেনি। তাই তাদের সরকার টিকাকরণের তালিকায় এখনই রাখতে চাইছে না। কেন্দ্রের তরফে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বারবার রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। উপযুক্ত পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। এই অবস্থায় বাচ্চা বা নাবালকদের ক্ষেত্রে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য না থাকায় কেন্দ্র ঝুঁকি নিতে চাইছে না বলেই খবর।

XS
SM
MD
LG