অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের রাজনীতির খবর 


তুরস্কে বিরোধী দলগুলি দাবি যে, এরদোয়ান সরকার তুরস্কের মুদ্রা 'লিরা'কে রক্ষার্থে ১২ হাজার ৮০০ কোটি ডলারের অপব্যবহার করেছে এবং সে কারণে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ান এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে পারেনI সমগ্র তুরস্ক জুড়ে প্রধান বিরোধী দলীয় দপ্তরে প্রকান্ড ব্যানারে শোভা পাচ্ছে স্লোগান " ১২ হাজার ৮০০ কোটি ডলার কোথায়"? পিপলস রিপাবলিকান পার্টি বা CHP তাদের বিজ্ঞাপনী ভ্যানে এবং বিল বোর্ডের সহায়তায় সমগ্র দেশজুড়ে একই প্রশ্ন রাখছে "কোথায় সেই ১২ হাজার ৮০০ কোটি ডলার"?

ইস্তানবুলের গভর্নর এসব ব্যানার নামিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন, কারণ এসব ব্যানার কভিড নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেI ভিডিওতে রাতের আঁধারে পুলিশবাহিনীকে এসব ব্যানার সরিয়ে নিতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ভাইরালই শুধু হয়নি, জনগণের কৌতূহল আরো বাড়িয়ে তুলেছেI

XS
SM
MD
LG