অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অস্ত্র বিরতি চুক্তির ফলে সন্ত্রাসী চক্র ধ্বংসে সহায়ক হবে: প্রেসিডেন্ট ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন শনিবার থেকে সিরিয়ায় অস্ত্র বিরতি শুরু হবে বলে আশ করা হচ্ছে যার ফলে সিরিয়া সংকট সমাধান এবং ইরাকে ইসলামিক ষ্টেইট সন্ত্রাসী চক্র ধ্বংস করতে সহায়ক হবে।

তিনি বলেন সাম্প্রতিক সময়ে, সিরিয়া এবং ইরাকের পরিস্থিতি হচ্ছে বিশ্বের সবচাইতে জটিল পরিস্থিতির একটি। ইসলামিক ষ্টেট শহরাঞ্চল প্রবেশ করে অসামরিক জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে প্রেসিডেন্ট উল্লেখ করেণ। তিনি আরও বলেন সিরিয়া সংঘাত হচ্ছে বস্তুত পক্ষে অঞ্চলগত আধিপত্য বিস্তারের লড়াই যেখানে তীব্র ভাবে জাতি গোষ্ঠিগত বিরোধিতাই প্রতিফলিত।

বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সংগে বৈঠকের পর প্রেসিডেন্ট ওবামা এই মন্তব্য করেন।

XS
SM
MD
LG