অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট পুতিনের আকাশচুম্বী গ্রহনযোগ্যতা এখন ৬৩ শতাংশে নেমেছে


রাশিয়া করোনা ভাইরাস দমনে সফল দেশ বলে চিহ্নিত হয়েছিল এবং জনগণ সেখানে বলতে গেলে বাঁধা-নিষেধহীন জীবন-যাপন করছিলেনI রাশিয়াতে মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় ছিল অনেকটাই কমI তবে সেখানে নুতন করে ২৪ ঘন্টায় ১০,৬৩৩ জনের সংক্রমণ ধরা পড়লে কর্তৃপক্ষের জন্য তা সবিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়I

বিশেষতঃ প্রেসিডেন্ট পুতিনের জন্য তা ভয়ংকর রাজনৈতিক এক মুহূর্ত ;কারণ দেশে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বীI তবে করোনা পরিস্থিতি পরিচালনায় তাঁর গ্রহণযোগ্যতা এখন নেমে এসে দাঁড়িয়েছে ৬৩ শতাংশেI

মস্কোর জনগণ সাধারণতঃ রাজনৈতিক ভাবে সচেতন, লকডাউনের কারণে হয়তোবা পথে বিক্ষোভ দেখাতে পারছেন নাI তবে অনলাইনে ইউ টিউব মারফত ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেনI

XS
SM
MD
LG