অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা রবিবার ওকলাহোমা রাজ্যের মোর শহর পরিদর্শনে যাবেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার ওকলাহোমা রাজ্যের মোর শহর পরিদর্শনে যাবেন। সেখানে প্রচন্ড এক ঘুর্ণী ঝড়ে অন্তত ২৪ জন প্রাণ হারায় এবং আহত হয় অন্যান্য ২৪০ জন।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন নিরাপত্তা বিভাগের মন্ত্রী জ্যানেট ন্যাপোলিটানো বুধবার সেখানে যান মোর শহরের উদ্ধার প্রচেষ্টা মূল্যায়নের জন্য।
ন্যাপোলিটানো 'র দফতরে অন্তর্ভুক্ত Federal Emergency Management Agency, FEMA. কেন্দ্রীয় জরুরী পরিস্থিতি ব্যবস্থাপনা সংস্থার টিম গুলো সন্ধান ও উদ্ধার তৎপরতা, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং সোমবার টর্নেডোর আঘাতে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য দান করবে।

ঝড়ে ওই শহরের বিশাল অংশের ব্যাপক ক্ষতি হয়। আবাহবিদরা বলেন ঝড়ে বাতাস বয় ঘন্টায় ৩২২ কিলোমিটার বেগে।

শহরের অগ্নী নির্বাপক প্রধান বলেছেন জরুরী কর্মীরা বিরামহীন ভাবে উদ্ধার কাজ চালিয়ে যাবেন এবং প্রতিটি ভবনের ধংসস্তুপ তারা অন্তত পক্ষে ৩ বার খুজে দেখবেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা ওকলাহোমাকে বিপর্যস্ত এলাকা বলে ঘোষণা করেছেন।
XS
SM
MD
LG