প্রেসিডেন্ট ট্রাম্প অপ্রত্যাশিতভাবে শনিবার সামরিক হাসপাতালে যান বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার জন্য I আগামী বছরের আসন্ন নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত ব্যস্ত হয়ে পড়বেন এই আশংকায় তিনি আগাম এই পরীক্ষা করিয়ে নিচ্ছেন বলে White House থেকে বলা হয়েছে I গত বছর তাঁর সরকারি চিকিৎসক, নেভি কমান্ডার, Sean Conley তাঁকে সম্পূর্ণ FIT বলে দাবী করেছিলেন I
৭৩ বছর বয়সী, প্রেসিডেন্ট ট্রাম্প Red Meat ও Burger খেতে পছন্দ করেন, তবে এলকোহল বা ধূমপানের প্রতি তাঁর কোনোই আসক্তি নেই I