অ্যাকসেসিবিলিটি লিংক

নুতন প্রেসিডেন্ট নির্বাচনের পথে ইরান 


ইরানের ভোটাররা শুক্রবার, নুতন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোট দিচ্ছেনI তবে করোনা সংক্রমণের উচ্চ হার এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিধ্বস্ত ইরানি ভোটাররা এবারের নির্বাচন সম্পর্কে অনেকটাই উদাসীনI

বর্তমান প্রেসিডেন্ট, হাসান রুহানি তাঁর নির্দিষ্ট দু বছরের কার্যভারের মেয়াদ শেষ করেছেনI শুক্রবারের এই নির্বাচনের জন্য বহু প্রার্থী হয় নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন, নতুবা তাদেরকে অযোগ্য বলে বাতিল করা হয়েছেI

বুধবার দুজন কট্টরপন্থী প্রার্থী, ওপর এক সম্ভাবনাময় প্রার্থী, ইরানের বিচার বিভাগীয় প্রধান, ইব্রাহিম রাইসি'র সমর্থনে প্ৰাৰ্থীত্ব প্রত্যাহার করে নেনI রাজনৈতিক সমীক্ষকদের ধারণা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আয়াতোল্লাহ খোমেনীর সমর্থনপুষ্ট, ৬০ বছর বয়সী ইব্রাহীম রাইসি'র জয়ের সম্ভাবনা সব চাইতে বেশিI তবে অতীতে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকায়, পশ্চিমের কাছে তাঁর গ্রহণযোগ্যতা উদ্বেগের কারণ হতে পারেI

XS
SM
MD
LG