অ্যাকসেসিবিলিটি লিংক

ভোট লাভে প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ সৃষ্টি, ফোনালাপের অডিও ফাঁস 


শনিবার, অপ্রত্যাশিত এক টেলিফোনে কলে, প্রেসিডেন্ট ট্রাম্প, জর্জিয়া রাজ্যের নির্বাচনী কর্মকর্তাদের কাছে জো বাইডেনের কাছে পরাজয় এড়াতে, নির্দিষ্ট সংখ্যক, ১১,৭৮০টি ভোটের 'ব্যবস্থা' করে দিতে চাপ দেন I 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকা, রবিবার, প্রেসিডেন্ট ট্রাম্প ও জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তা, রিপাবলিকান দলীয় রাজ্যের সেক্রেটারি অব স্টেট, ব্র্যাড রেফেনস্পেরজের'র মধ্যেকার ফোনালাপের অডিও ফাঁস করে দেয় I
একঘন্টা ব্যাপী ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প, রেফেনস্পেরজের'র ওপর অব্যাহত চাপ সৃষ্টি, সমালোচনা ও কটাক্ষ করা অব্যাহত রাখেন I প্রেসিডেন্ট ট্রাম্প, জর্জিয়ার তিনটি পৃথক ভোট গণনার ফলাফলের সত্যতা নিয়ে প্রশ তোলেন ও তার বিরোধিতা করেন I

ব্র্যাড রেফেনস্পেরজের টুইটার বার্তায় পরে বলেন, "স্যার, অত্যন্ত শ্রদ্ধাভরে আপনাকে জানাচ্ছি , আপনি যা বলছেন, তা সঠিক নয় I যা সত্য, তা বেরিয়ে আসবে"I
টুইটার বার্তায় ট্রাম্প বলেন, "সেক্রেটারি স্টেট, রেফেনস্পেরজের'র সঙ্গে জর্জিয়ার ভোট জালিয়াতি নিয়ে কথা হোল I তিনি আমাকে ভোট জালিয়াতি, ভোট ধ্বংস, অন্য রাজ্যের ভোট, মৃতদের ভোট,কোনো কিছুই উত্তর দিতে পারেন নি বা চান নি "I

XS
SM
MD
LG