অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম স্থানে শেখ হাসিনা


বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ জন নারীর তালিকা বাছাই করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস। এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও স্থান পেয়েছেন। নতুন তালিকায় তার অবস্থান ৩৯তম। এর আগের বছর ২৯তম অবস্থানে ছিলেন। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘসময় ধরে ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এরমধ্যে টানা তিনবার। ফোর্বস তাদের মুল্যায়নে বলেছে, এবারের মেয়াদে খাদ্য, নিরাপত্তা এবং জনগণের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে শেখ হাসিনা অনেক গুরুত্ব দিচ্ছেন। শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে বলে ফোর্বস উল্লেখ করেছে। মঙ্গলবার প্রকাশিত ১৭তম তালিকায় ৩০টি দেশের নারীরা স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দশজন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮জন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা। বিনোদন তারকা রয়েছেন পাঁচ জন। ফোর্বস বলেছে, এই নারীদের মধ্যে বয়স, জাতীয়তা ও তাদের কাজের ধরনের পার্থক্য থাকতে পারে। কিন্তু তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে ২০২০ সনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে চলেছেন। এখানে উল্লেখ্য যে, টানা ১০ম বারের মতো ফোর্বসের এই তালিকায় শীর্ষে অবস্থান করছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লেগার্ড। তৃতীয় স্থান দখল করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। এবারই তার নাম প্রথম সংযুক্ত হলো। মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে। এরপরে মার্কিন রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামও রয়েছে।

ওদিকে বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ফোর্বসের এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন। ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে এই অভিনেত্রীর।

please wait

No media source currently available

0:00 0:01:48 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG