অ্যাকসেসিবিলিটি লিংক

শনিবার ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং মেগান মারকেলের বিয়ে


برطانیہ کے شہزادی ہیری اور ان کی منگیتر میگن مارکیل
برطانیہ کے شہزادی ہیری اور ان کی منگیتر میگن مارکیل

শনিবার ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং মেগান মারকেলের বিয়ে। লন্ডনের বাইরে Windsor শহরের Saint George’s Chapel এ যেখানে Prince Harry কে baptized করানো হয় সেখানেই তাদের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার Kensington Palace থেকে ঘোষণা দেয়া হয় মারকেলের বাবা অসুস্থ হওয়াতে Prince Charles মেগান মারকেলকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাবেন। এই সপ্তাহে মারকেল বিয়েতে তাঁর বাবার অনুপস্থিতির কথা নিশ্চিত করেন। খবরে জানানো হয় বুধবার মারকেলের বাবার হার্টের সার্জারি হয়।মনে করা হচ্ছে ঐতিহাসিক এই শহরে অনেক শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি থাকবে। এই রাজকীয় বিয়েকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা গ্রহন করা হয়েছে। ৬০০ অতিথি যাদের সঙ্গে Prince Harry এবং Meghan Markle এর সরাসরি সম্পর্ক রয়েছে তাদের কে বিয়েতে নিমন্ত্রন করা হয়েছে। এছাড়া castle এর মাঠে আড়াই হাজার (২৫০০) সাধারণ মানুষদের জন্য বিয়ে দেখার আয়োজন করা হয়েছে।

XS
SM
MD
LG