অ্যাকসেসিবিলিটি লিংক

কায়রোতে মোরসির পক্ষে বিপক্ষে সমাবেশ


মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসীর হাজার হাজার সমর্থক শুক্রবার কায়রোতে জমায়েত হয়। তারা বলছে যে মি মোরসীর পুনর্বহালের জন্যে তাদের এই বিরতিহীন দাবি অব্যাহত থাকবে।

শুক্রবার হাজার হাজার লোক কায়রোতে রাবাহ আল আদাউইহা মসজিদের বারে সমবেত হয়ে সরকারকে সত্য বলার আহ্বান জানিয়ে শ্লোগান দিতে থাকে। তারা অন্তবর্তী সরকারের কাছে জানতে চায় যে মিশরের বৈধ প্রেসিডেন্ট কে। দুপুরের কড়া রোদকে অগ্রাহ্য করে রোজা রেখে এই প্রতিবাদকারীরা তাদের আন্দোলন চালিয়ে যায়।

ও দিকে মোরসির বিরোধীরাও তাহারির স্কোয়ারে সমবেত হয়ে , এ সপ্তায় আরও আগে মারাত্মক সহিংসতায় ইন্ধন জোগানোর জন্যে মুসলিম ব্রাদারহডের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তবে উভয় পক্ষের প্রতিশ্রুতি মত শুক্রবারের ঐ সমাবেশে কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র মোরসির এই অপসারণকে এ পর্য়ন্ত অভুত্থান বলতে অস্বীকুতি জানিয়ে এসছে যদিও পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রী জেন সাকি সামরিক বাহিনীর প্রতি অনুরোধ করেন যে তারা যেন তাকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে।
XS
SM
MD
LG