যুক্তরাষ্ট্রের বিশেষ কৌশুলী রবার্ট মুলার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিচারে বাধা দিয়েছেন কিনা সে বিষয়ে তদন্ত করছেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতার ব্যবসা-বাণিজ্য ও হিসাব রক্ষণা-বেক্ষণ সম্পর্কেও তদন্ত করবে।
ট্রাম্পের জামাতা জেরেট কুশনার প্রেসিডেন্টের একজন শীর্ষস্থানীয় উপদেষ্টা। ওয়াশিংটন পোষ্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রবার্ট মুলার কুশনারের আর্থিক লেনদেনের ওপরে তদন্ত শুরু করেছেন।
তবে বৃহস্পতিবার দিনের প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রিয় সামাজিক মাধ্যম টুইটারে এর বিরোধিতা করে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাবের বিষয়টি অবাস্তব এবং ষড়যন্ত্র যার কোন প্রমাণ নেই এবং বিচারে বাধা দেওয়ার বিষয়টিও অবাস্তব।”