অ্যাকসেসিবিলিটি লিংক

চীন যুক্তরাষ্ট্র সহযোগিতা সংলাপ সম্পন্ন


যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দু দিন ব্যাপী উচ্চ পর্যায়ের কুটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা বেইজিং এ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী দুটি দেশের মধ্যে সহযোগিতার প্রশংসা করেছেন।মি কেরি বলেন যে যুক্তরাষ্ট্র ও চীন , বাস্তব সহযোগীতাই কেবল নয় , গঠনমূলক ভাবে মতপার্থক্যকে দেখার বিষয়েও সম্পর্কের এক নতুন মডেলের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সংলাপের ষষ্ঠ দফায় , জলবায়ু পরিবর্তন ও সাইবার সেকিউরিটি থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কার ও চীনের প্রতিবেশিদের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোকপাত করা হয়।

আজ বৃহস্পতিবার কেরি বলেন, আলোচনার বেশির ভাগেই আদর্শের ওপর আলোকপাত করা হয় , তাৎক্ষনিক প্রয়োগের উপর নয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন যে এ সপ্তায় যে সব ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো এ বছর হেমন্ত কালে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের আগে বাস্তব রূপ নেবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রও আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

XS
SM
MD
LG