অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েনায় পরমাণু আলোচনায় অগ্রগতিতে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত


শনিবার, ইরানের শীর্ষ আলোচনাকারী, ইরানের জাতীয় মাধ্যমকে জানান যে, যুক্তরাষ্ট্র, আলোচনার অগ্রগতিতে ইরানের তেল ও ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছেI পরমাণু আলোচনায় শীর্ষ কয়েকটি শরিক দেশ, ফ্রান্স, বৃটেন, জার্মানি ও রাশিয়া জানায় যে, অগ্রগতির কারণে তারা এখন যুক্তরাষ্ট্রকে ইরান চুক্তিতে সম্পৃক্ত করতে আলোচনায় মনোযোগ নিবদ্ধ করেছেI

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী, আব্বাস আরাকচি, ইরানের জাতীয় মাধ্যমকে জানান, যতটুকু মতৈক্য হয়েছে, তাতে ইরানের জ্বালানি খাত, যেমন তেল ও গ্যাস, আর্থিক ও ব্যাঙ্কিং ব্যবস্থা এবং বন্দরের নিষেধাজ্ঞাগুলি অবশ্যই তুলে নেয়া হচ্ছেI তবে কবে এবং কখন তা তুলে নেয়া হবে, তা তিনি জানান নিI

৫টি দেশের কূটনীতিকেরা ইরানি প্রতিনিধিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্রকে চুক্তিতে সমৃক্ত করার জন্য আরো আলোচনা ও মতৈক্যের প্রয়োজনI ফ্রান্স, জার্মানি ও বৃটেনের শীর্ষ কূটনীতিকেরা এক বিবৃতিতে বলেন, "আমাদের করণীয় রয়েছে অনেক কিছু, তবে সময় রয়েছে অতি সামান্য"I

XS
SM
MD
LG