অ্যাকসেসিবিলিটি লিংক

ঋণখেলাপি তিনজন ব্যবসায়ীর সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থের একাংশ ঋণদাতা ব্যাংক ও কেন্দ্রীয় সরকারের তহবিলে জমা'


ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত ব্যবস্থাপক সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভারত থেকে পলাতক ঋণখেলাপি তিনজন ব্যবসায়ীর সম্পত্তি বাজেয়াপ্ত করে তার একাংশ টাকা ঋণদাতা ব্যাংকগুলোকে ফেরত দিয়েছে, আর কিছুটা কেন্দ্রীয় সরকারের তহবিলে জমা দিয়েছে। আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত থেকে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া, নীরব মোদি ও মেহুল চোক্সির নানা ধরনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তার থেকে পাওয়া ১৮ হাজার ১৭০ কোটি টাকার একাংশ ৯ হাজার ৩৭১ কোটি ১৭ লক্ষ টাকা স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ব্যাঙ্কগুলির কনসোর্টিয়ামে জমা দেওয়া হয়েছে। ওই তিন জনের কাছ থেকে ব্যাংকগুলোর পাওনা ২২ হাজার ৫৮৬ কোটি টাকা। এঁদের মধ্যে বিজয় মালিয়া এবং নীরব মোদি এখন ব্রিটেনের জেলে। তাঁদের ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে। মেহুল চোক্সি পালিয়ে গিয়ে অ্যান্টিগায় আশ্রয় নিয়েছেন। তাঁকেও ফেরত পাওয়ার চেষ্টা করছে ভারত সরকার।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এঁদের নামে যে ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট, বা এফআইআর জমা দিয়েছে, তারই ভিত্তিতে এই তিনজনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগেও কিছু কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে এত বড় মাপের টাকা উদ্ধার করা এর আগে সম্ভব হয়নি। ঋণদাতা ব্যাংকগুলোর মধ্যে স্টেট ব্যাংক ছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অন্যতম, যারা বিপুল ক্ষতির মুখে পড়েছে। প্রতারক ব্যবসায়ীরা ওই ব্যাংকগুলো থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিশাল অঙ্কের টাকা ধার করে তা শোধ না দিয়েই বিদেশে পালিয়ে গিয়েছিলেন।

XS
SM
MD
LG