জেরুসালেমের একটি আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রীর কট্টর সমালোচনাকারী, বিমান বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, আমির হেসকেলকে মুক্তি দেবার পর পরই, প্রধানমন্ত্রী নেতানিয়াহু'র বাসভবনের বাইরে শত শত লোক তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন I
বিমান বাহিনীর সাবেক প্রধান হেসকেল,বহুদিন ধরে নেতানিয়াহু'র দীর্ঘ শাসনের বিরোধিতা করে আসছেন I নেতানিয়াহুকে "ক্রাইম মিনিস্টার" বলে সম্বোধন করে দুর্নীতি, আস্থা ভঙ্গ ও ঘুষ নেবার দায়ে পদ থেকে সরে দাঁড়ানোর জন্য বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে I