অ্যাকসেসিবিলিটি লিংক

দাবিতে অনড় উত্তর ভারতের কৃষকেরা


ফাইল ফটো : ভারতে কৃষকদের প্রতিবদ বিক্ষোভ
ফাইল ফটো : ভারতে কৃষকদের প্রতিবদ বিক্ষোভ

উত্তর ভারতের কৃষকেরা প্রধানমন্ত্রী মোদী সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিবাদের অংশ হিসাবে, ৮ মাসের বেশি সময় ধরেমহা সড়কে অবস্থান ধর্মঘট করছেন , এমনকি নতুন দিল্লির উপকণ্ঠের বেশ কতগুলি মহাসড়ককে তারা অস্থায়ী বসতিতে রূপান্তরিত করেছেনI

শীতে যেমনি তারা গাদাগাদি করে ট্রেইলারে অবস্থান করেছেন, গ্রীষ্মকালের খরতাপে রাস্তায় কাঠ আর এলুমিনিয়ামের শিট দিয়ে তৈরী অস্থায়ী ঘর বানিয়ে, ফ্যান আর কুলারের সহায়তায় দিল্লিতে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিদারুণ কষ্টে দিন অতিবাহিত করেছেনI এখন আবার বর্ষা মরশুমে বৃষ্টি থেকে রেহাই পেতে, সেই আশ্রয় নিবাসের ছাদ ঢেকে দিচ্ছেন তারপলিন দিয়েI

তাদের দাবিতে অনড় কৃষকেরা জানাচ্ছেন যে, গত বছর কৃষি বাণিজ্যকে ব্যক্তিগত কোম্পানিতে রূপান্তরিত করা সম্পর্কিত তিনটি কৃষি আইন বিলুপ্ত করতে হবে: সেই দাবি অর্জনের লক্ষ্যে কৃষকেরা মহাসড়কে অবস্থান নিয়ে শীতের তীব্রতা, গ্রীষ্মের খরতাপ এবং এমনকি করোনা মহামারীর দ্বিতীয় ভয়ংকর ঝুঁকিকেও অগ্রাহ্য করেছেনI

XS
SM
MD
LG