অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত 


----

সামরিক সরকারের কঠোর দমন অভিযান উপেক্ষা করে মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছেI জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানায়, মিয়ানমারের বিভিন্ন শহরে রবিবার ১৮ জনের মৃত্যু ও প্রায় ৩০ জনের আহত হবার পরের দিন, নিরাপত্তা বাহিনী ইয়াংগুনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সটান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করেI দক্ষিণাঞ্চলীয় শহর, দেওয়াই যেখানে রবিবার কয়েকজনের মৃত্যু হয়, সেখানেও বিক্ষোভ অব্যাহত ছিল, তবে তা ছিল স্বল্প আকারেরI

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি, জেন সাকি, বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যু এই ইঙ্গিত দেয়, যে সেখানে পরিস্থিতির অবনতি ঘটছে এবং বাইডেন প্রশাসন এর জন্য যারা দায়ী, তাদের শাস্তি দিতে পদক্ষেপ নেবার কথা বিবেচনা করছেI

XS
SM
MD
LG