অ্যাকসেসিবিলিটি লিংক

হিন্দু মহাসভা নেত্রী পূজা শকুন ও তার স্বামী গ্রেফতার


Puja Shakun
Puja Shakun

মহাত্মা গান্ধীর কুশপুতুলের বুকে গুলি করে সারা দেশে নিন্দিত হিন্দু মহাসভা নেত্রী পূজা শকুন ও তার স্বামী অশোক পাণ্ডেকে পুলিশ গ্রেফতার করেছে।

মহাত্মা গান্ধীর মৃত্যুদিন ৩০ জানুয়ারি ভারতে শহিদ দিবস হিসেবে পালিত হয়। কারণ ১৯৪৮ সালের এই দিনেই কট্টর হিন্দুত্ববাদী দল হিন্দু মহাসভার সক্রিয় কর্মী নাথুরাম গডসে প্রার্থনারত গান্ধীজিকে গুলি করে মেরেছিল। স্বাধীন ভারতের প্রথম শহিদকে এই দিন সারা দেশ স্মরণ করে। হিন্দু মহাসভাও করেছে, তবে তাদের মতো করে। উত্তরপ্রদেশের আলিগড়ে তারা একটা কুশপুতুল তৈরি করে তার ওপর গান্ধীজির ছবি লাগায়। দলের সাধারণ সম্পাদক পূজা শকুন একটা এয়ার পিস্তল নিয়ে তার বুকে গুলি করে। উপস্থিত কর্মীদের হর্ষ ধ্বনির মধ্যে নাথুরাম গডসের ছবিতে মালা পরানো হয়। তারা ঘোষণা করে, এখন থেকে এই দিনটি তারা এভাবেই পালন করবে। এই ঘটনার ভিডিও দেখে সারা দেশে নিন্দার ঝড় ওঠে। উত্তরপ্রদেশ পুলিশ ওদের নামে এফআইআর করে কয়েক জনকে গ্রেফতার করলেও পূজা শকুন ও তার স্বামী অশোক পাণ্ডে গা ঢাকা দেয়। শেষ পর্যন্ত গতকাল রাতে আলিগড়ে তারা ধরা পড়ে

কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG