অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র আমাদের শত্রু নয়: পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে তিনি মনে করেন না তাঁর দেশ এবং যুক্তরাষ্ট্র পরস্পরের শত্রু এবং আমেরিকান বিধায়করা যে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন , সেই বিষয়টিকে তিনি খাটো করে দেখেন।

বৃহস্পতিবার বার্ষিক এক কল-ইন শো তে পুতিন বলেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুটি বিশ্বযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জনের পেছনে রুশ সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল।

তিনি আরও বলেন, “ রাশিয়ায় অনেকেই , আমেরিকান জনগণের অর্জনের প্রশংসা করে এবং আমার ধারণা অবস্থা আরও স্বাভাবিক হবে”।

পুতিনের এই মন্তব্যের ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্রের সেনেট ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য শাস্তিস্বরূপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও জোরালো করার জন্য বিপুল সংখ্যায় ভোট দেয়।

বুধবার সেনেটে পাশ করা এই নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে , গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততা , সিরীয় সরকারকে অস্ত্র দেওয়া , ক্ষতিকর সাইবার কর্মকান্ড চালানো ।

তবে এই নিষেধাজ্ঞা প্রতিনিধি পরিষদে এবং প্রেসিডেন্ট ট্রাম্প দ্বারা অনুমোদিত হতে হবে।

XS
SM
MD
LG