রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ক্রাইমিয়ার নেতারা , ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ করার লক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেছেন । যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এতে ক্ষোভ প্রকাশ করেছে ।
মি পুতিন রুশ সংসদকে বলেন যে ক্রাইমিয়া বরাবরই রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল। তিনি বলেন যে ইউক্রেন থেকে বেয়ে এসে রাশিয়ায় যোগ দেওয়ার ব্যাপারে রোববারের ঐ গণভোট ছিল বৈধ।
মি পুতিন , ১৯৫৪ সালে ক্রাইমিয়াকে ইউক্রেনের নিয়ন্ত্রণে দেওয়ার জন্যে সোভিয়েট নেতা নিকিতা ক্রুশ্চেভের সমালোচনা করেন। ১৯৯১ সালে ক্রাইমিয়া যখন স্বাধীন ইউক্রেনের অংশ হলো , তখন , মি পুতিন বলেন রাশিয়াকে লুট করা হলো।
তিনি বলেন যে গত মাসে ইউক্রেনের সোভিয়েট পন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচকে যে উৎখাত করা হলো , তা ছিল , জাতীয়তাবাদী নব্য নাৎসী এবং ইহুদি বিরোধী দের অভুত্থান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওয়াশিংটনে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীকে বলেন তাঁর কথায় , ঘটনা সম্পর্কে মি পুতিনের ব্যাখ্যায় তিনি বিস্মিত এবং হতাশ হয়েছেন। কেরি বলেন যে রাশিয়া ইতিহাসের ভুল দিকে রয়েছে । তিনি বলেন যে কোন অঞ্চল কোন দেশ থেকে বিচ্ছিন্ন হলে , সেটা হয় সংবিধানের মাধমে বন্দুকের নলের মাধ্যমে নয়।
নেটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলছেন যে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়াকে ছিনিয়ে য়ে রাশিয়া অত্যন্ত বিপজ্জনক পথে এগুচ্ছে। মঙ্গলবার তিনি বলেন যে আন্তর্জাতিক আইন মেনে চলার ব্যাপারে সব আহ্বানকে রাশিয়া অগ্রাহ্য করেছে। তিনি বলেন , তাঁর কথায় বেআইনী ও অবৈধ এই কাজকে নেটোর কোন মিত্র রাষ্ট্রই স্বীকৃতি দেবে না।
হোয়াইট হাউজ বলছে যে প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার জার্মান চান্সালার আঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং অবিলম্বে ইউক্রেনের দক্ষিনাঞ্চল ও পুর্বাঞ্চলে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সহমত পোষণ করেছেন। মঙ্গলবারই পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন রুশ আগ্রাসনকে ভুমি দখল বলে অভিহিত করেছেন। তিনি বলেন ক্রাইমিয়া দখল করার ব্যাপারে রাশিয়ার যুক্তিত্রটিপূর্ণ । পোলিশ প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক বলেছেন যে এই ঘটনা গোটা অঞ্চলে নিরাপত্তা সমস্যা তৈরি করেছে।
মি পুতিন রুশ সংসদকে বলেন যে ক্রাইমিয়া বরাবরই রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল। তিনি বলেন যে ইউক্রেন থেকে বেয়ে এসে রাশিয়ায় যোগ দেওয়ার ব্যাপারে রোববারের ঐ গণভোট ছিল বৈধ।
মি পুতিন , ১৯৫৪ সালে ক্রাইমিয়াকে ইউক্রেনের নিয়ন্ত্রণে দেওয়ার জন্যে সোভিয়েট নেতা নিকিতা ক্রুশ্চেভের সমালোচনা করেন। ১৯৯১ সালে ক্রাইমিয়া যখন স্বাধীন ইউক্রেনের অংশ হলো , তখন , মি পুতিন বলেন রাশিয়াকে লুট করা হলো।
তিনি বলেন যে গত মাসে ইউক্রেনের সোভিয়েট পন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচকে যে উৎখাত করা হলো , তা ছিল , জাতীয়তাবাদী নব্য নাৎসী এবং ইহুদি বিরোধী দের অভুত্থান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওয়াশিংটনে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীকে বলেন তাঁর কথায় , ঘটনা সম্পর্কে মি পুতিনের ব্যাখ্যায় তিনি বিস্মিত এবং হতাশ হয়েছেন। কেরি বলেন যে রাশিয়া ইতিহাসের ভুল দিকে রয়েছে । তিনি বলেন যে কোন অঞ্চল কোন দেশ থেকে বিচ্ছিন্ন হলে , সেটা হয় সংবিধানের মাধমে বন্দুকের নলের মাধ্যমে নয়।
নেটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলছেন যে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়াকে ছিনিয়ে য়ে রাশিয়া অত্যন্ত বিপজ্জনক পথে এগুচ্ছে। মঙ্গলবার তিনি বলেন যে আন্তর্জাতিক আইন মেনে চলার ব্যাপারে সব আহ্বানকে রাশিয়া অগ্রাহ্য করেছে। তিনি বলেন , তাঁর কথায় বেআইনী ও অবৈধ এই কাজকে নেটোর কোন মিত্র রাষ্ট্রই স্বীকৃতি দেবে না।
হোয়াইট হাউজ বলছে যে প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার জার্মান চান্সালার আঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং অবিলম্বে ইউক্রেনের দক্ষিনাঞ্চল ও পুর্বাঞ্চলে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সহমত পোষণ করেছেন। মঙ্গলবারই পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন রুশ আগ্রাসনকে ভুমি দখল বলে অভিহিত করেছেন। তিনি বলেন ক্রাইমিয়া দখল করার ব্যাপারে রাশিয়ার যুক্তিত্রটিপূর্ণ । পোলিশ প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক বলেছেন যে এই ঘটনা গোটা অঞ্চলে নিরাপত্তা সমস্যা তৈরি করেছে।