রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে ইউক্রেনের নতুন নেতার সঙ্গে তাঁর দেখা হলে তিনি পুর্ব ইউক্রেনের সংঘাত নিয়ে আলোচনা করবেন।ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নব নির্বাচিত নেতা ভ্লাদিমির জেলেনস্কীর মধ্যে বৈঠকের কোন তারিখ নির্ধারিত হয়নি।
শনিবার চীনে পুতিন বলেন তিনি এই সংঘাত সম্পর্কে জেলেনস্কীর অবস্থানটা “ বুঝতে” চান। তিনি বলেন ইউক্রেনের জনগণ এই পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়েছে। পুতিন আরো বলেন যে কেবল পুর্ব ইউক্রেনের নয়, গোটা ইউক্রেনের জনগণকে রাশিয়ার নাগরিকত্ব প্রদানের ব্যাপারে তাঁর সরকার ভেবে দেখছে।