অ্যাকসেসিবিলিটি লিংক

পাইথন শিকারীদের জন্য ফ্লোরিডায় পুরস্কার ঘোষণা 


পাইথন শিকারীদের জন্য ফ্লোরিডায় পুরস্কার ঘোষণা 
পাইথন শিকারীদের জন্য ফ্লোরিডায় পুরস্কার ঘোষণা 

পেশাদারি বা সৌখিন পাইথন শিকারীরা এবার, সর্বোচ্চ সংখ্যায় পাইথন শিকার করে পুরস্কার জিতে নিতে পারবেনI

পেশাদারি বা সৌখিন পাইথন শিকারীরা এবার, সর্বোচ্চ সংখ্যায় পাইথন শিকার করে পুরস্কার জিতে নিতে পারবেনI ৫০ বছর আগে বার্মা থেকে আনা এসব পাইথন, এ দেশে পোষা প্রাণী হিসাবে জনগণ এসব পাইথন, তাদের বাড়ির ইয়ার্ডে পুষতে শুরু করেনI তবে দ্রুত বর্ধনশীল পাইথন সাপের বংশবৃদ্ধি হতে থাকে দ্রুত হারেI

লম্বায় এসব পাইথন, ৬.১ মিটার এবং ওজনে ৯০ কিলোগ্রাম হতে পারেI এই পাইথন প্রজাতির সংখ্যা ফ্লোরিডায় এতটাই বৃদ্ধি পেয়েছে যে, সবুজ জলাভূমিতে অন্যান্য লোকজ স্তন্যপায়ি প্রাণী ও পাখির বংশকে এরা গ্রাস করতে শুরু করেI একমাত্র সশস্ত্র মানুষ ছাড়া, কেউ আর এদের সমকক্ষ নয়I

ফ্লোরিডার গভর্নর, রণ দেসান্তিস, বৃহস্পতিবার রাজ্যের বার্ষিক শিকার প্রতিযোগিতার কথা ঘোষণা করেনI প্রতিযোগিতায় সর্বাধিক সংখ্যক শিকারের জন্য ২,৫০০ ডলার এবং লম্বায় সবচাইতে দীর্ঘ পাইথন শিকারের জন্য ১,৫০০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছেI জুলাইয়ের ৯ থেকে ১৮ তারিখ অব্দি প্র্র্রতিযোগিতা অনুষ্ঠিত হবেI

XS
SM
MD
LG