অ্যাকসেসিবিলিটি লিংক

খাদ্য ঘাটতির আশংকার মাঝে, ইরান ও তুরস্ক কাতারকে খাদ্য সরবরাহ করছে


ইরান এয়ার বিমান সংস্থার মুখপাত্র শারুখ নৌশাবাদি বলেছেন, ইরান, খাদ্য ভর্তি অন্তত চারটি মাল পরিবহন বিমান কাতারে পাঠিয়েছে এবং তারা খাদ্য পাঠানো অব্যাহত রাখবে। তারা এই পদক্ষেপ নেয় যখন আমদানি নির্ভর কাতারের সর্ব বৃহৎ সরবরাহকারীরা সে দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

সৌদী আরব, কাতারের একমাত্র ভূমি সীমান্ত বন্ধ করে দেওয়ার পর, তুরস্ক বলেছে তারাও কাতারকে খাদ্য পাঠাবে। ওই সীমান্তের মাধ্যমে কাতার অধিকাংশ খাদ্য আমদানি করে।

গত সপ্তাহে সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তারা ছোট ওই দেশটির বিরুদ্ধে অভিযোগ করে যে তারা ইসলামপন্থী উগারবাদীদের এবং ইরানকে সমর্থন দেয়। কাতার বলেছে ওই অভিযোগ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও কাতারের তীব্র সমালোচনা করেন।

XS
SM
MD
LG