অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদী আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে


Qatar, Saudi Arabia, Egypt, Bahrain, and the United Arab Emirates
Qatar, Saudi Arabia, Egypt, Bahrain, and the United Arab Emirates

সৌদী আরব, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং মালদ্বীপ সোমবার ঘোষণা করেছে যে তারা কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। তারা কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার করার অভিযোগ করে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় ওই পদক্ষেপ “অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগে” নেওয়া হয়েছে।

মিশর কাতারী রাষ্ট্রদূতকে, কায়রো ত্যাগ করার জন্য ৪৮ ঘন্টা সময় দিয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলো তাদের দেশগুলো থেকে কাতারী নাগরিকদের চলে যাওয়ার জন্য ১৪ দিন সময় দিয়েছে।

পৃথক ভাবে পরপর এই সব দেশ ওই ঘোষণা করে। তারা আরও ঘোষণা করে কাতার থেকে তারা কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করবে এবং ওই দেশের সঙ্গে বিমান ও নৌ পরিবহন ব্যবস্থা ছিন্ন করবে।

সৌদীয়া, আমিরাত এবং ইত্তেহাদ সহ ওই অঞ্চলে বিমান কম্পানিগুলো কাতারে তাদের বিমান উড়ান বন্ধ করবে বলে ঘোষণা করেছে। ওদিকে কাতার এয়ার ওয়েজ ঘোষণা করেছে যে তারা সৌদী আরবে তাদের বিমান উড়ান স্থগিত করছে।

XS
SM
MD
LG