অ্যাকসেসিবিলিটি লিংক

কাতার সংকট পরিস্থিতির নিরসনকল্পে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টীলারসানের কূটনৈতিক সফরঃ ডক্টর সেরাজুল ভুইয়ানের সঙ্গে আলোচনা


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টীলারসান এই গেলো সপ্তাহেই কাতার সংকট পরিস্থিতির নিরসনকল্পে কূটনৈতিক সফরে গিয়েছিলেন কাতারে-সৌদি আরবে, কথা বলেছেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে- কিন্তু তেমন কোনো সাফল্য অর্জিত হয়নি ঐ সংকট পরিস্থিতি প্রশমনের লক্ষে। কাতারের আমীরের সঙ্গে চূড়ান্ত দফার বৈঠকের পর টীলারসান বিষয়টি নিয়ে সাংবাদিকদের কোনো জিজ্ঞাসার- প্রশ্নের জবাব দিতে সম্মত হননি। কাতারের আমীর শেখ তামিম বীন হামাদ আত্ থানীর ভ্রাতা শেখ মোহাম্মদ বীন হামাদ আত্ থানী টীলারসানকে বিদায় জানানোর সময় মন্তব্য করেন – ‘ আবার দেখা হবে, কথা হবে- শ্রেয়তরো পটভূমিতে’। ইতিমধ্যে, কূয়েত এ সংকট উত্তরণে মধ্যস্থতার ভুমিকায় কাজ করে চলেছে নিরন্তর। বিষয়টি নিয়ে আমরা কথা ব’লি কিছুদিন আগেও কুয়েত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের স্যাভানা স্টেট য়ুনিভার্সিটির সাংবাদিকতা ও ম্যাস কমিউনিকেশান বিভাগের অধ্যাপক ও চেয়ার ডক্টর সেরাজুল ভুইয়ানের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

XS
SM
MD
LG