অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিভিন্ন মামলায় আটক কোটা সংস্কার আন্দোলনের ২৯ শিক্ষার্থী জামিন মুক্ত


বাংলাদেশে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনের নেতৃস্থানীয় ১০ শিক্ষার্থী মঙ্গলবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এই নিয়ে বিভিন্ন মামলায় আটক কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত মোট ২৯ শিক্ষার্থী দুইদিনে জামিন পেয়েছেন। আর গত দুইদিনে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃতদের মধ্য থেকে ৮৩জন শিক্ষার্থীকে আদালত জামিন দেয় ও তারা মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে গত ফেব্রুয়ারিতে বিভিন্ন পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন এবং মে মাস পর্যন্ত আন্দোলন চলতে থাকে। এরপর তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

এদিকে, কর্তৃপক্ষীয় সূত্রগুলো বলছে, সরকারী চাকরিতে কোটা থাকবে কি থাকবে না- এ বিষয়ে আদালতের রায় থাকায় উচ্চ আদালতের মতামত নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল এসম্পর্কে তার মতামত লিখিত আকারে দিয়ে দিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG