অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রিট দ্বীপে ৫.৮ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা অন্তত এক


গ্রিসের ক্রিট দ্বীপে ভূমিকম্পে বিধ্বস্ত একটি চার্চে র ধ্বংসাবশেষ পরীক্ষা ককরছেন অগ্নি-নির্বাপক কর্মীরা, সোমবার ২৭শে সেপ্টেম্বর, ২০২১/ ছবি হেরি নাইকোস/এপি
গ্রিসের ক্রিট দ্বীপে ভূমিকম্পে বিধ্বস্ত একটি চার্চে র ধ্বংসাবশেষ পরীক্ষা ককরছেন অগ্নি-নির্বাপক কর্মীরা, সোমবার ২৭শে সেপ্টেম্বর, ২০২১/ ছবি হেরি নাইকোস/এপি

সোমবার সকালে গ্রিক দ্বীপ ক্রীটে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দ্বীপ জুড়ে, লোকজনকে ভবন এবং বাড়ি থেকে পালিয়ে যেতে দেখা গেছে, ভূকম্পনে অনেক পুরোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেরাক্লিয়ন শহরের মেয়র ভাসিলিস ল্যাম্ব্রিনস বেসরকারী এন্টেনা টিভিকে জানান, দীর্ঘ সময় ধরে স্থায়ী এই ভূকম্পন ছিল বেশ শক্তিশালীই গ্রিক কতৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকা নিরুপন করতে প্রকৌশলীদের পাঠিয়েছেনI

"যারা ক্ষতিগ্রস্ত পুরোনো ভবনে থাকেন তাদের আমরা বাইরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি"। গ্রীসের ভূমিকম্প পরিকল্পনা ও সুরক্ষা সংস্থার প্রধান সিসমোলজিস্ট, ইফথিমিওস লেকাস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, " পরবর্তী ভূকম্পন ধ্বসের কারণ হতে পারে। "আমরা এখানে ১৯৭০ এর আগে নির্মিত কাঠামোর কথা বলছি। ১৯৮৫সালের পরে নির্মিত কাঠামোগুলি উচ্চতর মানসম্পন্ন যা ভূমিকম্পের প্রভাব সহ্য করতে পারে।"

ক্রিট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, এবং রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্প হেরাক্লিয়নে আন্তর্জাতিক ফ্লাইট বিঘ্নিত করেনি, বা হোটেলগুলির মারাত্মক ক্ষতি হয় নি।

হেরাক্লিওনের বাইরে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত আরকালোচোরি শহরে একজনের মৃত্যু হয়েছে । জানা গেছে, একটি চ্যাপেলের সংস্কারের কাজ করার সময় গম্বুজের একটি অংশ তাকে চাপা দেয় I

XS
SM
MD
LG