অ্যাকসেসিবিলিটি লিংক

হাসপাতাল থেকে উইন্ডসর ক্যাসেলে ফিরলেন রাণী এলিজাবেথ


রানী এলিজাবেথ ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের উইন্ডসর প্রাসাদে আয়োজিত গ্লোবাল ইনভেস্টমেন্ট সম্মেলনে অতিথিদের স্বাগত জানাচ্ছেন, ১৯শে অক্টোবর, ২০২১/ছবি এলিস্টার গ্রান্ট /রয়টার্স
রানী এলিজাবেথ ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের উইন্ডসর প্রাসাদে আয়োজিত গ্লোবাল ইনভেস্টমেন্ট সম্মেলনে অতিথিদের স্বাগত জানাচ্ছেন, ১৯শে অক্টোবর, ২০২১/ছবি এলিস্টার গ্রান্ট /রয়টার্স

এ সপ্তাহের শুরুতে রানী এলিজাবেথ লন্ডনের একটি হাসপাতালে এক রাত ছিলেন, এমন তথ্য প্রকাশের পর শুক্রবার, ব্রিটেনের রানী এলিজাবেথ উইন্ডসর ক্যাসেলে ফিরে আসেন এবং তিনি ভালো আছেনI

বাকিংহাম প্যালেস থেকে জানানো হয় যে, ৯৫ বছর বয়সী রানী বুধবার “প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার" জন্য লন্ডনের ‘সপ্তম এডওয়ার্ড ‘হাসপাতালে গিয়েছিলেনI বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের সময় তিনি উইন্ডসর ক্যাসলে ফিরে আসেনI বোঝা যাচ্ছে, তারপর বিকেলে তিনি তাঁর কাজে ফিরে গিয়ে হালকা ধরণের কাজ করেনI

উত্তর আয়ারল্যান্ডের ১০০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য তাঁর নির্ধারিত সফরসূচি বাতিল করে রানীকে পরীক্ষার জন্য নেয়া হয় এবং প্রাসাদ থেকে জানানো হয়েছে যে রানী কয়েকদিনের বিশ্রাম করার জন্য চিকিত্সকের পরামর্শ অনিচ্ছাসত্ত্বেও মেনে নিয়েছেনI তাঁর এই পরীক্ষা কভিড-১৯ জনিত কোনো পরীক্ষা নয়I

তাঁর একান্ত ব্যক্তিগত কারণে রাজপ্রাসাদ থেকে সাধারণত রানীর প্রাত্যহিক কোনো স্বাস্থ্য সম্পর্কিত খবর দেয়া হয় নাI তবে "দি সান" পত্রিকাটি এই খবর প্রকাশ করলে প্রাসাদ থেকে রানীর হাসপাতালে থাকার কথা স্বীকার করা হয়I

রাজকীয় বিশেষজ্ঞ রবার্ট হার্ডম্যান বিবিসিকেবলেন, সামগ্রিকভাবে প্রথা রয়েছে যে রাজ পরিবারের উর্ধ্বতন কোনো সদস্যের কোনো স্বাস্থ্য চিকিৎসা বা অস্ত্রোপচারের ক্ষেত্রে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়ে থাকেI তবে স্বাস্থ্য পরীক্ষার বেলায় তা প্রযোজ্য নয়I

"কুইন অব দি ওয়ার্ল্ড" এর লেখক ডেভিড হার্ডম্যান বলেন, তাঁর প্রতি এই যে মনোযোগ দেয়া হলো তাতে রানীর প্রতি বিশ্ব সমাজের অনুপম স্নেহের প্রতিফলন রয়েছে, যা বিশ্বজুড়ে রানীর পদমর্যাদা ও প্রভাবের কথা ব্যক্ত করেI

XS
SM
MD
LG