অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২১ হাজার মানুষ নিহত হন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


বাংলাদেশে যতোই দিন যাচ্ছে সড়ক দুর্ঘটনা এবং এতে নিহত ও আহত হওয়ার ঘটনার ঊর্ধ্বগতির প্রবণতা সবাইকে শংকা এবং আতংকের মধ্যে ফেলেছে। তবে সরকারী হিসাবপত্রে সড়ক দুর্ঘটনা এবং এ সম্পর্কিত বিষয়াদির যথাযথ তথ্যাদি না থাকলেও জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মোতাবেক, প্রতি বছর বাংলাদেশে ২১ হাজার মানুষ নিহত হন ওই সড়ক দুর্ঘটনায়। আর বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, প্রতি বছর গড়ে ১২ হাজার মানুষের জীবননাশ করে ওই সড়ক দুর্ঘটনা। আর বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এ্যক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫ হাজার ১২০ জন।

সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা কতো, কেন সড়ক দুর্ঘটনা ঘটছে ও বাড়ছে এবং এ থেকে পরিত্রাণের উপায় কি- সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এ্যক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং ওই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক ড. শামসুল হক।

please wait

No media source currently available

0:00 0:06:56 0:00

XS
SM
MD
LG