নারায়ণগঞ্জ জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিমের দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর তরফে এ তথ্য জানিয়ে বলা হয়েছে সোমবার গভীর রাতে জেলার ইদবারদি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জাহিদুল ইসলাম এবং মশিউর রহমান । র্যাব এর তরফে আরও জানানো হয়েছে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য মতে এই জঙ্গি সংগঠনটি কয়েকজন লেখক, ব্লগার এবং প্রকাশকের হত্যা এবং হত্যা প্রচেষ্টার সাথে জড়িত।
এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।