অ্যাকসেসিবিলিটি লিংক

আনসারুল্লাহ বাংলা টিম এবিটীর একটি পরিকল্পনা নস্যাতের দাবি করেছে র‍্যাব


গাজীপুরের সুরক্ষিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়ে শীর্ষ স্থানীয় জঙ্গি নেতা মুফতি জসীম উদ্দিন রাহমানীকে মুক্ত করতে আনসারুল্লাহ বাংলা টিম এবিটীর একটি পরিকল্পনা নস্যাতের দাবি করেছে র‍্যাব।

র‍্যাপিড একশান ব্যাটালিয়ন র‍্যাব শুক্রবার গভীর রাতে গাজীপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির এক নেতা রাশেদুল ইসলাম স্বপনসহ দুজনকে গ্রেপ্তারের পর শনিবার র‍্যাব বলেছে এরাই ওই পরিকল্পনা করছিলেন।

এই পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্র কিনতে ১০ লাখ টাকা সংগ্রহের কথাও স্বপন স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে। র‍্যাব বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জঙ্গিরা জানিয়েছে তারা আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কনটিনেনট একিউআইএসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, এবিটির আমির রাহমানী ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যাকাণ্ডের মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

XS
SM
MD
LG