অ্যাকসেসিবিলিটি লিংক

শনিবার ভার্জিনিয়ার শার্লটসভিলে বিক্ষোভ ও প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দু’পক্ষকে দায়ী করেন


শনিবার ভার্জিনিয়া রাজ্যের শার্লটসভিলে বিক্ষোভ ও প্রতিবাদ বিক্ষোভে যে মারত্বক সহিংসতা হয় তার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দু’পক্ষকে দায়ী করেন। কিন্তু তার আগে সোমবার তিনি যে বিবৃতি দেন তাতে তিনি নব্য নাৎসি এবং শ্বেতাঙ্গ বর্ণবাদীদের তীব্র সমালোচনা করেছিলেন এবং তিনি তখন বিক্ষোভের প্রতিবাদকারীদের কথা উল্লেখ করেননি।

ট্রাম্প মঙ্গলবার নিউ ইয়র্কে তার ট্রাম্প টাওয়ারের লবিতে দেশের অবকাঠামো নিয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলন করছিলেন। কিন্তু দ্রুত ওই সংবাদ সম্মেলন বাকবিতন্ডায় পরিনত হয়। সাংবাদিকরা জানতে চান নব্য নাৎসি, বর্ণবাদী কু ক্লাক্স ক্ল্যান এবং হোয়াইট সুপ্রেম্যাসিস্ট বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের নাম উল্লেখ করতে তার দু’দিন সময় লেগেছে কেন? জবাবে ট্রাম্প বলেন তিনি প্রথমে সব তথ্য সংগ্রহ করতে চেয়েছেন।

এর পর ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সহিংসতার জন্য দুপক্ষই দায়ী ছিল। তিনি বলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানাচ্ছিলো তারা লাঠি হাতে ডানপন্থীদের উপর হামলা চালায়।

সহিংসতায় যে মহিলা নিহত হন হেদার হায়ার আজ বুধবার শার্লটসভিলে তার জন্য স্মরণসভা অনুষ্ঠিত হয়।

XS
SM
MD
LG