অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের পারমানবিক স্থাপনার কাছে সমুদ্রের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি


জাপানে খাদ্যে তেজস্ক্রিয়তা পরীক্ষা করে দেখা হচেছ
জাপানে খাদ্যে তেজস্ক্রিয়তা পরীক্ষা করে দেখা হচেছ

নষ্ট হয়ে যাওয়া ফুকুশিমা পারমানবিক স্থাপনার কাছের সমুদ্রে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পাওয়ায় জাপানী কর্মিরা ঐ পারমানবিক স্থাপনা থেকে জমা হওয়া পানি সরানো শুরু করেছেন। ঐ পানিতে উচ্চ মাত্রায় তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। জাপানি প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল বলেন যে ঐ স্থাপনার অবস্থা খুবই খারাপ। নিজেদের জীবন বাজি রেখে ঐ স্থাপনা শীতল করার চেষ্টা চালিয়ে যাচেছন যে সব জরুরী কর্মি তিনি তাদের ধন্যবাদ জানান।

জাপানের পারমানবিক ও শিল্প প্রতিষ্ঠানগুলি নিরাপদ রাখার সংস্থার উপ পরিচালক হিদেহিকো নিশিয়ামা বলছেন যে সমুদের পানির বদলে টাটকা পানি দেয়ার প্রচেণ্টা চলছে। নিশিয়ামা আরও বলেন যে এটা হচ্ছে সময়ের সঙ্গে প্রতিযোগিতা কারণ কর্মিদের এই উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করেতই হবে। ঐ সংস্থাটি আরও বলছে যে ফুকুশিমা স্থাপনা থেকে ৩০০ মিটার দূরে সমুদ্রের পানিতে তেজস্ক্রিয় আইয়োডিনের পরিমাণ বৈধ সীমার চেয়ে ১২০০ গুণ বেশি।

XS
SM
MD
LG