অ্যাকসেসিবিলিটি লিংক

রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদীর ওপর দ্বিমুখী আক্রমণ


rahul-mamta
rahul-mamta

পশ্চিমবঙ্গে আজ নরেন্দ্র মোদীর দুটি নির্বাচনী সভার জবাবে তাঁর ওপর দ্বিমুখী আক্রমণ চালান রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তর পূর্ব ভারতে আজ খুবই ব্যস্ত দিন কেটেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। দিনের শুরুতে নাগাল্যান্ডের ডিমাপুরে একমাত্র লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভা সেরেই তিনি চলে যান অসমে পরপর তিনটি নির্বাচনী সভা করতে। গোলাঘাট, লখিমপুর, ডিব্রুগড়। প্রতিটি জায়গাতেই তিনি বলেন, মোদী বড়লোকদের হয়ে চৌকিদারি করেন, গরিবের টাকা নিয়ে বড়লোকের পকেট ভরান আর অনবরত মিথ্যে কথা বলে যান। কংগ্রেস ক্ষমতায় এলে ঠিক এর উল্টোটা হবে। আমরা বড়লোকের কাছ থেকে টাকা নিয়ে গরিবকে দেব।

আজকেই মোদী শিলিগুড়িতে সভা করে কলকাতা যাওয়ার পরে উত্তরবঙ্গে কোচবিহারের দিনহাটায় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও বলেন, বিজেপি-র টাকা এতো বেশি যে অতো টাকা কী ভাবে খরচ করবে ভেবে পায় না। তাই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীবাবু সভা করছেন দামি অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তৈরি হ্যাঙ্গার বানিয়ে। তেইশে মে'র পরে ভোটের ফল বেরোলে ওই হ্যাঙ্গারের মধ্যে ঢুকেই পিঠ বাঁচাতে হবে।

কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।

XS
SM
MD
LG