শনিবার থেকে রেলের ভাড়া আরেক দফা বেড়েছে। সরকারিভাবে ভাড়া ৭ থেকে ৯ শতাংশ হারে বাড়ানোর কথা বলা হলেও যাত্রীরা বলছেন, ভাড়া বেড়েছে আরও বেশি। যাত্রী কল্যাণ সমিতি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এক হিসেবে বলেছে, যাত্রী এবং মালামাল পরিবহন ভাড়া ১৫ থেকে ১১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক প্রতি বছরই রেলের ভাড়া বৃদ্ধির পরামর্শ দিয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু