অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে রাজ্যে রাজ্যে রাজ্যপাল থাকা না থাকা নিয়ে প্রশ্ন


আদৌ কি দেশের রাজ্যে রাজ্যে কেন্দ্র-নিয়োজিত রাজ্যপালদের থাকার দরকার রয়েছে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ বিতর্কে নতুন করে ইন্ধন জোগালেন মেঘালয় রাজ্যের রাজ্যপাল ভি. সন্মুগানাথন নারীঘটিত বিতর্কে জড়িয়ে কেন্দ্রের নির্দেশে পদত্যাগে বাধ্য হওয়ার পরে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চাইতেন জ্ঞানী-গুণী যে সব মানুষ সরাসরি রাজনীতি এড়িয়ে চলেন, তাঁদের নিয়ে রাজ্যপাল করে নিয়ে আসা হোক। সে আদর্শ বিসর্জিত হয়েছে বহু কাল। এখন কিন্তু শাসক দলের প্রবীণ নেতা বা দল ঘনিষ্ঠেরাই সচরাচর মনোনীত হন রাজ্যপাল হিসেবে। তবে এই প্রথম রাজভবনের বিপুল সংখ্যক কর্মীর অভিযোগের জেরেই সরে যেতে বাধ্য হলেন কোনও রাজ্যের রাজ্যপাল।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG