অক্সফাম, কেয়ার, সেফ দ্য চিলড্রেনসহ ১৬টি আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী এনজিও এক যৌথ বিবৃতিতে রাখাইনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সেখানে মানবিক সহায়তা প্রদানের জন্য এনজিওগুলোর প্রবেশের উপরে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছে। বিবৃতিতে আন্তর্জাতিক এনজিওগুলো মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীসমূহের সাথে আরাকান আর্মির চলমান সশস্ত্র লড়াই-সংঘাতের কারণে রাখাইন রাজ্যের পরিস্থিতি গুরুতর রূপ নিয়েছে বলে বলা হয়। বিবৃতিতে বলা হয়, আর এতে নিরীহ মানুষজন হতাহত হচ্ছেন, হচ্ছেন বাস্তুচ্যুত। কমপক্ষে ৯৫ হাজার মানুষ ওই ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে দিনে দিনে বাড়তে থাকা বিপর্যয়ের ভেতরে দিন কাটাচ্ছেন। মিয়ানমার সরকার এনজিওগুলোকে রাখাইনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নতুন নতুন এলাকা ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। ফলে বিপন্ন, বিপর্যস্ত মানুষগুলোর কাছে কোনো ধরনের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা পৌছানো যাচ্ছে না বলে বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে এনজিওগুলোকে মানবিক সহায়তা পৌছানোর জন্য অবিলম্বে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।