ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান এবং বিশ্বের সবচেয়ে বড় অখন্ড বনভূমি সুন্দরবনের লাগোয়া রামপালে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে তেল, গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটি শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। ওই কর্মসূচিতে দেশের বিশিষ্টজনরাও অংশ নেন। অবস্থান ধর্মঘট পালন কর্মসূচিতে বক্তারা বলেন, এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। সংগঠনের প্রধান সমন্বয়কারী প্রফেসর আনু মুহাম্মদ বলেন, কোনো দেশের বিরুদ্ধে এই আন্দোলন নয়, আন্দোলন সুন্দরবন রক্ষার জন্য।
অবস্থান ধর্মঘট শেষে সন্ধ্যায় ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ২৪ নভেম্বর দেশব্যাপী ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির নামে ঢাকা ঘেরাও কর্মসূচির ঘোষনা দেয়া হয়েছে। যদি এই কর্মসূচিতে বাধার সৃষ্টি করা হয় তাহলে হরতালসহ এই ধরনের কর্মসূচিও ঘোষণার হুশিয়ারি দেয়া হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু