বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত বাংলাদেশের দক্ষিনাঞ্চলে অবস্থিত সুন্দরবনের সন্নিকটে কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে এর সম্ভব্য ক্ষতির বিষয়ে ইউনেস্কো
উদ্বেগ প্রকাশ করেছে।
সম্প্রতি বাংলাদেশ সরকারের কাছে পাঠান এক প্রতিবেদনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো আশঙ্কা প্রকাশ করেছে যে প্রকল্পটি বাস্তবায়িত হলে
সুন্দরবনের জীব বৈচিত্র্য, জলজ প্রানিসহ সামগ্রিক ভাবে বনের ক্ষতি হতে পারে।
এসকল তথ্য জানিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলনরত তেল, গ্যাস-খনিজসম্পদ এবং বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতিয় কমিটি প্রকল্পটির সকল কার্যক্রমের এখানেই সমাপ্তি টানার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতিয় কমিটি বলেছে ইউনেস্কো যে প্রতিবেদন দিয়েছে তাতে সুন্দরবন বাঁচাতে প্রকল্পটি বাতিলের জন্য তাঁদের আন্দোলন এবং দাবির ন্যায্যতা আবারও প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগের বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাতিলের দাবীতে দেশের বিভিন্ন পরিবেশবাদি, নাগরিক এবং রাজনৈতিক সংগঠন আন্দোলন করে আসছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।