ইউক্রেনে যুক্তরাষষ্ট্রের বিশেষ প্রতিনিধি কুট ভল্কার বলছেন, নভেম্বর মাসের শেষ দিকে কার্চ প্রণালীতে রাশিয়া যে ইউক্রেনীয় নাবিকদের আটক করেছিল, তাদেরকে বড় দিন কিংবা ইংরেজি নব বর্ষের আগে মুক্তি দিতে হবে।
ভল্কার ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলার সময় বলেন যে আজোভ সাগরের অভিন্ন জলসীমার উপর রাশিয়া যাতে আর কখনো একপাক্ষিক নিয়ন্ত্রণ গ্রহণ না করে সে জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমী মিত্ররা একাধিক বিকল্প প্রস্তাব বিবেচনা করে দেখছে।
২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রাইমিয়া উপদ্বীপ, রাশিয়া দ্বারা কথিত দখলের পর থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে তিনি বলেন, যে ক্রাইমিয়া অধিগ্রহণ করার ব্যাপারে রাশিয়ার দাবি আমরা মানিনা, মানবো না। তিনি আরো বলেন যে, আজোভ সাগর, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবস্থাপনায় থাকার কথা। তিনি বলেন, “আমরা এটা মানি না যে ক্রাইমিয়ার চারদিকে আঞ্চলিক সমুদ্র রাশিয়ার একার। ঐ সমুদ্রগুলো ইউক্রেনেরও। সুতরাং কার্চ প্রণালী সম্পূর্ণ ভাবে রাশিয়ার অধীনস্থ সেটা আমরা মানছি না। আমরা এর অভিন্ন সার্বভৌমত্বে বিশ্বাস করি"।
ভল্কর আরো বলেন যে, যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা, ক্রাইমিয়া কিংবা আজোভ সাগর থেকে রুশ জাহাজগুলোর ইউরোপীয় বন্দরে যাওয়া আটকাতে পারে।