অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আরো একজন কৃষ্ণাঙ্গ যুবক নিহত


পুলিশি নির্যাতনের পর যখন পুলিশি দপ্তরে সংস্কারের কথা-বার্তা শুরু হয়েছে, এরই মাঝে গর্জে উঠলো আবারো পুলিশের হাতিয়ার, লক্ষ্যবস্তু সেই আবারো কৃষ্ণাঙ্গ যুবক I পুলিশের গুলিতে প্রাণ ঝরে গেলো আটলান্টায় ২৭ বছর বয়সী রেশার্ড ব্রুকস নামক যুবকের I এই ঘটনার পর পরই আটলান্টার পুলিশ প্রধান ERICA SHIELDS পদ থেকে সরে দাঁড়ান I

ঘটনাস্থল WENDY রেস্তোরার বাইরে নিহত যুবকের পরিবার-পরিজনসহ প্রায় ২০০ বিক্ষোভকারী সেখানে জমায়েত হন I পুলিশ এলাকাটি ঘিরে ফেলে I পরে ওই এলাকায় বিক্ষুব্ধ জনতা WENDYS রেস্তোরায় আগুন ধরিয়ে দেয় এবং ইন্টারস্টেট হাইওয়ে বন্ধ করে দেয় I

আটলান্টার মেয়র, KEISHA LANCE BOTTOMS, গুলি চালনাকারী দুজন পুলিশ অফিসারের পদত্যাগ দাবি করেন I ঘটনার পুরো তদন্ত শুরু হয়েছে I

XS
SM
MD
LG