জেরুজালেম সম্পর্কে যুক্তরাষ্ট্রের নীতিমালায় সম্ভাব্য পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে এখনো কোন ঘোষণা না আসা সত্বেও, মধ্য প্রাচ্য , ইউরোপ এবং গোটা বিশ্ব থেকে সমালোচনা আসছে।
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে সব চেয়ে কড়া বিবৃতি এসছে নেটোর মিত্র রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের কাছ থেকে।
এরদোয়ান তাঁর ক্ষমতাসীন Justice and Development Party (AKP), ‘র সংসদীয় গ্রুপের বৈঠকে বলেন যে এর ফলে ইসরাইলের সঙ্গে আমাদের কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে। এ রকম পদক্ষেপ নেওয়া যায় না। তিনি আরো বলেন যে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সিদ্ধান্ত নিলে আংকারা সরকার যে সব পদক্ষেপ নিতে পারে তার মধ্যে রয়েছে ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংগঠন বা ও-আই-সির বৈঠক ডাকা। ইসরাইলি কর্মকর্তারা এরদোয়ানের এই মন্তব্যের সমালোচনা করেন যে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করলে তুরস্ক ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছেদ করবে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিশ্বের অন্যান্য নেতাদের এ ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রের এ ধরণের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করে দেবে। জর্দান এই সিদ্ধান্তের মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে এবং সৌদি আরব আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেব স্বীকৃতি দেবে না ।