সিরিয়ার বিদ্রোহী দল জানিয়েছে আলেপ্পোর পূর্বাঞ্চলের যে এলাকাগুলো সরকারী বাহিনী দখলে রয়েছে ঐ অঞ্চলগুলোতে তারা ব্যাপক অভিযান শুরু করেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীরা গোলা বর্ষণ করেছে।ঐ আক্রমণে ১৫ জন অসামরিক লোক নিহত হয় এবং আহত হয়েছে আরও ১শ জন। তাৎক্ষনিক ভাবে আর কোন খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ার একটি স্কুলে যে বিমান হামলায় যে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছে তার তদন্তের আহ্বান জানিয়েছেন।নিহতদের প্রায় সবাই ছিল কম বয়সী ছেলে-মেয়ে।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন জাতিসংঘের শিক্ষা বিষয়ক বিশেষ দূত ঐ ঘটনাকে যুদ্ধ অপরাধ হিসেবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
ইদলিবে, বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুল চত্বরেবুধবারযুদ্ধ বিমান ব্যবহার করেছ’টি হামলা চালানো হয়েছে। Syrian Observatory for Human রাইটসের মতে ঐ আক্রমণে ৬ জন শিক্ষক এবং ২২ জন ছাত্র প্রাণ হারায়। অবজারভেটরি এবং হোয়াইট হাউজ উভয়ই বলেছে ঐ হামলার জন্য রশিয়া অথবা সিরিয় সরকার দায়ী।